সিলেটে গ‍্যারেজে লুকানো ছিল লাখ লাখ টাকার চোরাই মাল

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় একটি গ‍্যারেজ থেকে ভারতীয় চোরাই ক্রিম জব্দ করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) বিকালে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা বাইপাস রোড সংলগ্ন শামীম অটো মেকানিক্স নামক গ্যারেজে অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

এসময় এক চোরাকারবারিকে আটক করে পুলিশ। তার নাম শামীম আহমদ সাগর (৫৪)। তিনি সিলেটের শাহপরাণ থানাধীন কুশিঘাট এলাকার নয়াবস্তির মৃত রিয়াজ মিয়ার ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাপুলিশ রোববার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ওই গ্যারেজ থেকে ৪ লাখ ২২ হাজার ২৪০ টাকার ভারতীয় অবৈধ CLOP G CREAM জব্দ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম দৌড়ে পালাতে গেলে পুলিশ তাকে আটক করে।

পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম চোরাকারবারে জড়িত বলে স্বীকার করেছেন।