কওমি কণ্ঠ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট জেলার ৬টি আসনের জন্য গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত ইসি’র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯ জন। এর মধ্যে ইলিয়াস আলীর আসন খ্যাত সিলেট-২ এ মনোনয়নপত্র কিনেছেন তাঁর পরিবারের দুই সদস্য।
সোমবার (২২ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনার পাশাপাশি তাদের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ আবরার ইলিয়াসের নামে আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপির একটি সূত্র কওমি কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎক্ষালীন ইসি আইনি জটিলতা দেখিয়ে ইলিয়াসপত্নীর মনোনয়ন বাতিল করেছিলো। তাই ঝুঁকি এড়াতে এবার ইলিয়াস আলীর পরিবার দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
জেলা প্রশাসন সূত্র গতকাল জানায়- এ পর্যন্ত সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি ও গণ-অধিকার পরিষদের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, খেলাফত ও গণ-অধিকার পরিষদের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে আরেকটি মনোনয়ন ফরম কেনা হয়েছে সিলেট-২ আসনের জন্য।
সিলেট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি (জিএম কাদের গ্রুপ) ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৪ আসনের জন্য বিএনপি, এনসিপি ও গণ-অধিকার পরিষদ প্রার্থী সংগ্রহ করেছেন ইসি’র মনোনয়ন।
সিলেট-৫ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আর সিলেট-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামি ও গণ-অধিকার পরিষদ প্রার্থী।
নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।