আল্লামা বর্ণভীর নাতিকে বহিষ্কার করলো জমিয়ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

অন্য দলে যোগ দেওয়া কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তাঁরা হলেন- মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দুজনের মধ্যে মাওলানা নুরে আলম হামিদী হলেন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ লুৎফুর রহমান বর্ণভী রাহ.-এর নাতি ও বরুণার পীর আল্লামা খলিলুর রহমান হামিদী রাহ.এর ছেলে।

জমিয়তের বিজ্ঞপ্তিতে বলা হয়- দলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নূরে আলম হামিদীকে দলের সব সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৩০ ডিসেম্বর জমিয়তের নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

জানা গেছে, মাওলানা নুরে আলম হামিদী মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে (রিকশা প্রতীকে) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি এ দলে যোগদান করেন। তিনি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল।