ফজরের নামাজ পড়িয়ে বাড়ি ফেরা হলো না ইমামের

কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :

হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মসজিদের ইমাম। বুধবার (২৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে মাধবপুরের শিবপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনির মোল্লা (৪০) নামের এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে ও স্থানীয় সুন্দরপুর জামে মসজিদের ইমাম। 

ফজরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে বাইসাইকেলযোগে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশের দাফন সম্পন্ন হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।