কওমি কণ্ঠ রিপোর্টার, মৌলভীবাজার :
রাহেনা বেগম। মৌলভীবাজার জেলাজুড়ে যার নাম উচ্চারিত হয়, বিএনপির ত্যাগী নেত্রী হিসেবে। ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের শুরু। এরপর পেরিয়েছেন অনেক চড়াই-উৎরাই। একে একে বিএনপির পৌর, উপজেলা এবং জেলা কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালে উপজেলা নির্বাচনে রাহেনা বেগম বড়লেখার জনগণের ব্যালটের রায়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এই ৫ বছরসহ টানা ৪ মেয়াদে বড়লেখায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে জনগণের ভালোবাসাকে উপেক্ষা করতে না পেরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ফের উপজেলা নির্বাচনে প্রার্থী হন এবং বিজয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
এসময় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহুর্তে বিএনপি মূল্যায়ন করেছে সেই ‘ত্যাগী’ নেত্রী রাহেনা বেগমকে।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। তবে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, রাহেনা বেগম ১৯৯৩ সালে বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রদলের রাজনীতির মধ্যদিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০০ সালে সিলেট ল’ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক পদে প্রার্থী হন। ২০০৩ সাল থেকে রাহেনা বেগম একে একে বড়লেখা উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক, বড়লেখা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ২০০৪ সাল থেকে টানা ১৭ বছর বড়লেখা গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
অপরদিকে, ২০০১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড়লেখা পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন রাহেনা বেগম। এর পরে ২০০৯ সাল পর্যন্ত স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধিত্ব করেন।
২০০৯ সালে উপজেলা নির্বাচনে রাহেনা বেগম বড়লেখার জনগণের ব্যালটের রায়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এই ৫ বছরসহ টানা ৪ মেয়াদে বড়লেখায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।