কওমি কণ্ঠ ডেস্ক :
ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার জমগড়া ফ্যান্টাসি কিংডম সংলগ্ন পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা লিমা খানম বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ছয় ইউনিট কাজ করছে।
স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। তাদের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। কারখানার বাইরে থেকে আগুন জ্বলতে দেখা না গেলেও ব্যাপক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে ভবনটি। কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
ওই পোশাক কারখানার পোশাক শ্রমিক আনোয়ার হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় দ্বিতীয় তলায় ক্লথ ইউনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত কারখানার শ্রমিকরা বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো দ্বিতীয়তলায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।