সিলেট থেকে শুরু হলো বিএনপির নির্বাচনি প্রচারণা

কওমি কণ্ঠ রিপোর্টার :

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল বুধবার (২১ জানুয়ারি) বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ। 

প্রতীক পাওয়ার পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে শুরু হয়েছে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা।

আজ দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। 

দুপুর সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তিনি সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভামঞ্চে উঠেন। এসময় মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত হয় মাঠ ও আশপাশ এলাকা।

বিএনপির চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান ছিলেন।

বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে নবি কারিম সাল্লাহুলাইসাল্লামের ন্যায়পরণতার ভিত্তিতে  দেশ পরিচালনা করবে ইনশা আল্লাহ।

তিনি দুপুর ১টায় ভাষণ শুরু করেন। শুরুতেই তারেক রহমান গুম হওয়া বিএনপির শক্তিধর নেতা সিলেটের ইলিয়াস আলী, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইফতেখার আহমেদ দিনারকে স্মরণ করে বলেন- এরাসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী ও জনসাধারণের জীবন এবং রক্তের বিনিময়ে আমরা আজ এখানে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। বিপ্লব করে চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। আমরা গত ১৫ বছরের কালো সময়কে বদলে দিতে চাই।

তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলেন- এই আসমান-জমিন-বেহেশত-দোজখ সবকিছুর মালিক আল্লাহ তা’লা। কিন্তু একটি দল ভোটের বিনিময়ে আল্লাহর মালিকানাধীন বেহেশত মানুষকে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এটি অনেক বড় প্রতারণা। নির্বাচনের আগেই যারা এত বড় প্রতারণা করছে, ভোটে বিজয়ী হলে তারা কীরকম প্রতারণা দেশের মানুষের সঙ্গে করবে, সহজেই বুঝে নেন। 

পোস্টাল ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি প্রধান বলেছেন- আপনারা দেখেছেন, বিশ্বের বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট প্যাপার নিয়ে কীভাবে ডাকাতির মতো ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরশাসক যেভাবে ভোট ডাকাতি করেছিলো, এখনও একটি দল সেভাবে ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে দেশবাসীকে সজাগ-সতর্ক থাকতে হবে।

তিনি বলেন- একটি দল বলে, সবকে দেখা হয়ে গেছে; এখন আমাদের ভোট দিন। কিন্তু ওই দলকে তো একাত্তর সালে মানুষ দেখে ফেলেছেন। আমরা যেমন দিল্লির আনুগত্য চাই না, তেমনি চাই না পিন্ডির।

ফ্যামিলিসহ বিভিন্ন কার্ডের প্রতিশ্রুতি দিয়ে জিয়াপুত্র জনসভায় বলেন- প্রতিটি পরিবাকে সুখি-সমৃদ্ধ করার বিস্তর পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। এছাড়া সিলেটের নদ-নদীসহ বিভন্ন জায়গায় আমরা খাল খনন করবো। কিন্তু এসব বাস্তাবায়ন করতে গেলে আপনাদের সবাইকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।