গোলাপগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে ধানের শীষের ‘ঢেউ’

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে ধানের শীষ প্রতীকের যেন ঢেউ উঠেছে। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই বিএনপির প্রার্থী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন টিমে ভাগ হয়ে প্রতিটি গ্রাম ও ছোট-বড় বাজারে গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ করছেন।

এছাড়া প্রতিদিন অন্তত ৭/৮টি উঠানবৈঠক ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। শিডিউল অনুযায়ী এসব কর্মসূচি ও বৈঠক-সভায় উপস্থিত হয়ে জনসাধারণের সামনে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ও পরিকল্পনা তুলে ধরছেন সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এরই ধারবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ জোহর বিয়ানীবাজার পৌরশহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যাক্রমে অংশ নেন তিনি। এসময় ব্যবসায়ী-শ্রমিকসহ সাধারণ ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের দৃঢ় আশা ব্যক্ত করেন।

এর আগে এমরান আহমদ চৌধুরী পক্ষে বিয়ানীবাজার সদর ও লাউতা ইউনিয়নে গণসংযোগ করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা, সহ-সভাপতি আব্দুস সবুর ও আতাউর রহমান, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাস, সাব্বির আহমদ, হাসনাত জামিল, জাকারিয়া আহমদ ও সুহেল আহমদ, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, নুরুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল হোসেন, সিলেট জেলা ছাত্রলের সহ-সাংগঠনিক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল আহমদ প্রমুখ।

গণসংযোগকালে ভোটাররা মন্তব্য করেন- এর আগে এতো সহজভাবে অন্য কোনো দলের প্রার্থীদের গ্রহণ করেননি তারা। এমরান আহমদ চৌধুরী দুই উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে আপন করে নিয়েছেন- যা একজন প্রকৃত ও যোগ্য প্রার্থীর গুণ।