- সে দেশের সংবাদমাধ্যমে সমালোচনা
কওমি কণ্ঠ ডেস্ক :
গত ৫ ডিসেম্বর বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের অপসরাতি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী । একটি অনুষ্ঠানে তাদের এ সাক্ষাৎ হয়।
এসময় তাদের দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তার ভিডিও ধারণ করা হয়েছে।
পরে আনোয়ারুজ্জামান ভার্চুয়াল মাধম্য ফেসবুকে বলেছেন- তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। এ খবর দিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম গাইডও ফোকস।
গাইডও ফোকস তাদের ওয়েবসাইটেও বৃটিশ প্রধানমন্ত্রী এবং আনোয়ারুজ্জামানের মধ্যে কপোকথনের একটি ভিডিও আপলোড করেছে।
সংবাদমাধ্যমটি প্রতিবেদনে বলেছে- হাসিনার শাসনের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশে একাধিক হত্যা মামলার আসামি। আনোয়ারুজ্জামান চৌধুরী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র। স্টারমারের সঙ্গে দেখা করার পরই ৮ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লন্ডনে হাসিনা-সমর্থিত সমাবেশ প্রচার করেছিলেন। আনোয়ারুজ্জামান বৃটেনের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও ঘনিষ্ঠ। একাধিকবার যার ছবি ভার্চুয়াল প্লাটফর্মে প্রকাশিত হয়েছে। ২০১৫ সালের নির্বাচনের পরপরই শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত একটি সমাবেশে টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগ সদস্যদের উদ্দেশ্যে উল্লাস প্রকাশ করতে গিয়ে বাংলায় বলেছিলেন- আপনারা সাহায্য না করলে আমি কখনই বৃটিশ এমপি হিসেবে দাঁড়াতে পারতাম না। ২০১৭ সালের নির্বাচনের বিজয়ী বক্তৃতায়, টিউলিপ আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তাকে “আনোয়ার মামা” বলে সম্বোধন করেছিলেন।
মূল রিপোর্ট : মানবজমিন