কওমি কণ্ঠ রিপোর্টার :
‘সিলেট মেট্রোপলিটন এলাকায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারে’- সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের এমন এক ‘ভুয়া নির্দেশনা’ সম্প্রতি ভার্চুয়াল মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে একজন এসএমপি কমিশনারকে ফোন করে বিভিন্ন প্রশ্ন করেছেন। সেই কল রেকর্ডও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এসএমপি কমিশনারকে ফোন করা সেই ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলে কওমি কণ্ঠকে জানিয়ছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে কওমি কণ্ঠকে বলেন- আমরা তথ্য-প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন মাধ্যমে ওই ব্যক্তি খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি ওই ব্যক্তি দেশে থাকলে দ্রুত আটক করা সম্ভব হবে।
ভাইরাল হওয়া অডিও কলে শোনা যায়- পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীকে তৃণমূল আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে ওই ব্যক্তি প্রশ্ন করছেন- ১৬ বছর আমরা আপনার কি ক্ষতি করেছি যে, আপনি প্রতিদিন দুইজন করে সিলেটের আওয়ামী লীগ কর্মী ধরার কথা বলেছেন। আপনারা পুলিশ হত্যার বিচার না চেয়ে আমাদের পেছনে লেগে আছেন। আমরা কি ক্ষতি করেছি?
 
এসময় এসএমপি কমিশনার ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মী বলে দাবি করেন।
 
কল রেকর্ডটি লাউড স্পিকারে দিয়ে ভিডিও ধারণ করা হয়েছে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
তবে কথোপকথনের পুরোটা ভাইরাল করা হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিক ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে এসএমপি’র মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে বলেন- ওই ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিক অডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, সেটি আরেকটি অপরাধ।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    