হট্টগোলে শেষ সিলেট এমসি মাঠের মাহফিল

  • সংক্ষুব্ধ হয়ে বক্তব্য সংক্ষেপ করলেন আজহারি

কওমি কণ্ঠ রিপোর্টার :
হট্টগোল আর ড. মিজানুর রহমান আজহারির সংক্ষুব্ধ বক্তব্যের মধ্যদিয়ে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী ২ ঘণ্টা বক্তব্য না রেখে ১ ঘণ্টা ২৫ মিনিটে শেষ করে মুনাজাত করে নেন আজহারি।

তাঁর বক্তব্যের শেষ কথা ছিলো- আজ সিলেটবাসী যা করলেন তা মনে থাকবে।

তবে সচেতন সিলেটবাসীর মন্তব্য- এমসি মাঠের আয়োজনে সিলেটের স্থানীয় লোকের চাইতে বহিরাগত লোকই বেশি ছিলেন। যে কারণে এমনটি ঘটেছে। মিজানুর রহমান আজহারির সিলেটবাসীর দিকে আঙ্গুল তুলে কথা বলা উচিত হয়নি।

জানা যায়, মাহফিলের শেষ দিন শনিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৮টা থেকে ১ ঘণ্টা ২৫ মিনিট বক্তব্য রাখেন ড. মাওলানা মিজানুর রহমান আজহারির। তাঁর বক্তব্যের পরই মাহফিল সমাপ্ত ঘেষণা করেন আয়োজকরা।

সিলেট মহানগরের এমসি কলেজ মাঠে এ তাফসির মাহফিলের আয়োজন হয়। শেষ দিনে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মাহফিলে।

এছাড়া মাঠ ও মাঠের বাইরে প্রজেক্টরের মাধ্যমে ৮টি বড় পর্দায় মাহফিল প্রদর্শনের ব্যবস্থা করা হয়। 

মাহফিলকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ সরকারি বিভিন্ন বাহিনী কাজ করে। 

মাহফিলের আগের ২ দিন (১ম ও ২য় দিন) বিকেল ৩টা থেকে রাত ১০ টা পর্যন্ত মাহফিল চলে।

শনিবার (শেষ দিন) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মহিলাদের জন্য মাহফিল। এটি শেষে দুপুর ১২টার পর ফের শুরু হয় শেষ দিনের (পুরুষদের) মাহফিল, চলে রাত পৌনে ১০টা পর্যন্ত।

মাহফিলের শেষ দিনের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ একরামুল হক ও আল্লামা ইসহাক আল মাদানী।  

শেষ দিনে তাফসির পেশ করেন আল্লামা ইসহাক আল মাদানি, ড. মিজানুর রহমান আজহারী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি, মুফতি মাওলানা আমির হামজা, শায়খ হাফিজ মাওলানা আবু সাঈদ, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দি, মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শায়েখ আজমল মসরুর, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদি ও মাওলানা হাসানুল বান্না বিন শরিফ আব্দুল কাদির। মাহফিলে প্রস্তাবনা পেশ করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন।

মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ইউকে এন্ড ইউরোপের সেক্রেটারি মাওলানা নুরুল মতিন চৌধুরী, লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ও বিশিষ্ট টিভি আলোচক ড. ফয়জুল হক।