কওমি কণ্ঠ রিপোর্টার :
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারের দায়হীনতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অপারগতার অভিযোগ এনে সিলেটে মঙ্গলবার (২২ জুলাই) সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছিলেন শিক্ষার্থীরা।
সন্ধ্যায় আজ বুধবার (২৩ জুলাই) সকাল থেকে মহানগরের চৌহাট্টা পয়েন্টে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো। তবে সেটি স্থগিত করা হয়েছে।
দুপুর ১টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রেস ব্রিফিং করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার বিকালে চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভ করেন ছাত্ররা। পরে সেখান থেকে মিছিল সহযোগে দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট শিক্ষা বোর্ডের সামনে গিয়ে সড়ক অবরোধ করেন। সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে তারা আসরের নামাজও আদায় করে সেখানে।
অবরোধের ফলে সড়কের দুইদিকে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। যাত্রীরা গাড়ি থেকে নেমে সিলেট মহানগরের দিকে যেতে দেখা গেছে।
পরে বিকাল সাড়ে ৬টায় নতুন কমসূচি ঘোষণা করে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।