গহরপুর জামিয়ায় ফুযালা ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী বৃহস্পতিবার

উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা হাফিজ নূর উদ্দিন আহমদ রাহ. প্রতিষ্ঠিত ‘জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর’-এ ফুযালা ও প্রাক্তন ছাত্রপুনর্মিলনী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। তবে সিলেট জেলায় অবস্থানরত ফুযালারা আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।

বুধবার সকাল ১০টায় শুরু হবে অনুষ্ঠান। দিনভর বিভিন্ন অধিবেশনে থাকছে বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়ার মুহতামিম- আল্লামা হাফিজ নূর উদ্দিন আহমদ রাহ.-এর সুযোগ্য সন্তান মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ (রাজু)। প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করবেন দারুল উলুম দেওবন্দ’র হাদিসের শিক্ষক মাওলানা মুহাম্মদ আফযাল কাইমুরি।