কওমি কণ্ঠ রিপোর্টার :
রাতের আঁধারে ভেঙে দেওয়া হয়েছে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল (প্রতিকৃতি)।
আলেম-সমাজ ও তাওহিদি জনতার দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রশাসনের উদ্যোগে ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমআ সিলেটে অনুষ্ঠিত সভা থেকে বিষয়টি জানানো হয়।
এর আগে আজকের বিক্ষোভ সভা থেকে আলেম-সমাজ ও তাওহিদি জনতা মিলে মিছিলসহকারে গিয়ে ম্যুরালটি ভেঙে দেওয়ার ঘোষণা ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে প্রশাসন সেটি রাতে ভেঙে দেয়।
বাদ জুমআ সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।