সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ প্রতিদিন’র সিলেট ব্যুরো প্রধান শাব্বীর আহমদ ফয়েজের ভগ্নিপতী মো. ফয়জুল ইসলাম ইন্তেকাল করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মো. ফয়জুল ইসলাম সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার শ্রীপুর গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
অপরদিকে, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিনের নয়নের মাতা মমতা বেগম ইন্তেকাল করেছেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার পশ্চিম ধারাবহর গ্রামের বাসিন্দা ও হাফিজ আফতাব উদ্দিনের স্ত্রী।
মমতাজ বেগম সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে সোমবার ভোরে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভোগছিলেন।
মরহুমার জানাযার নামাজ আজ বাদ আসর গ্রামের মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
এদিকে, এই দুজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
তাঁরা এক শোকবার্তায় মরহুম ও মরহুমার মাগফিরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।