সিলেটের বেলুন গিয়ে পড়লো শিলচরে, তুলকালাম

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটে ফেঞ্চুগঞ্জের একটি স্কুলের ৬৫ বছর উপলক্ষে উড়ানো একটি গ্যাস বেলুন ভারতে আসাম রাজ্যের শিলচরে পড়ে রীতিমত আতঙ্ক তৈরী করেছে। বেলুনটি উদ্ধার করে নানা পরীক্ষা নিরীক্ষা শেষে হাফ ছেড়ে বাচে শিলচরের পুলিশ।  

গত শুক্রবার (৯ জানুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর উপলক্ষ্যে রশি দিয়ে একটি গ্যাস বেলুন উড়িয়ে রাখা হয়। সেটাতে স্কুলে অবদানের জন্য তিন জনের ছবি লাগানো ছিলো । এক পর্যায়ে বেলুনটি ছিড়ে যায়। রোবাবার ভোরে ভারতের  শিলচরের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তিতে। মাছিমপুর এলাকায়  কিছু লোক ক্ষেতের মাঠে গরু মহিষ ছাড়তে গিয়ে তা দেখতে পান। বিশালাকায় বেলুন দেখে এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানান। পুলিশ পৌঁছে শীর্ষমহলে খবর পাঠানোর পর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি )পার্থপ্রতীম দাস ঘটনাস্থলে ছুটে যান। এবং বেলুনটির গ্যাস বের করে দিয়ে এসএসপি অফিসে নিয়ে যান। বেলুনটি নিয়ে আতঙ্কিত হওয়ার কারন হিসেবে স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, মাসিমপুরেই রয়েছে ভারতীয় সেনা এবং বিএসএফ কাছাড়- মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দফতর।

যদিও প্রাথমিক পরীক্ষা নিরিক্ষা শেষে কাছাড়ের এএসপি সুব্রত সেন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন । বেলুনটিতে তিনটি ছবি রয়েছে। একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষ্যে উড়ানো হয়েছিলো।