তারেক রহমানের প্রার্থিতা নিয়ে প্রশ্ন এহতেশামের!

কওমি কণ্ঠ রিপোর্টার :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিলেট-১ আসনে বাতিল হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী এহতেশামুল হক। 

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তুলে বলেন- ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর দ্বৈত নাগরিত্ব রয়েছে। কিন্তু এদের ক্ষেত্রে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা কোনো প্রশ্ন তুলেননি। এছাড়া আমার প্রার্থিতা যে কারণে বাতিল ঘোষণা করেছেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা, সেই একই কারণে সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থীরও মনোনয়নপত্র অবৈধ হওয়ার কথা। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এখানে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণ করেছেন। প্রশাসনসহ সবাই যেন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। সবকিছু গুলশানকেন্দ্রীক হয়ে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

এহতেশামুল হক এনসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট-১ আসনে তার দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী। গত ৩ জানুয়ারি (শনিবার) রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ‘দ্বৈত নাগরিকত্বধারী’ ইস্যুতে তাঁর মনোনয়নপত্র স্থগিত রাখা হয় এবং পরদিন (৪ জানুয়ারি) যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করতে না পারায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এহতেশামুল হক সংবাদ সম্মেলনে বলেন- সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আমার সঙ্গে অসম আচরণ করা হয়েছে। যে কারণে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি, সেই একই কারণ থাকা সত্ত্বেও সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা বাতিল হওয়া এই এনসিপি নেতা সংবাদ সম্মেলনে আরও বলেন- একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে ন্যায়সংগত সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন। কিন্তু তার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে এহতেশামুল হক আপিল করবেন বলে জানান। আপিলেও যদি তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয় তবে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর এনসিপি’র নেতানেত্রীরা উপস্থিত ছিলেন।