বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার আওতাধীন বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইনও দেওয়া হয়।
উপজেলা মজলিস কার্যালয়ে শুক্রবার (২৯ আগস্ট) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা শাখা সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক নূর মোহাম্মদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা শাখা সেক্রেটারী নূরুল ইসলাম নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক লেখক কলামিস্ট মুফতী হুসাইন আহমদ মিসবাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারী জুনায়েদ আহমদ, বিশ্বনাথ উপজেলা সেক্রেটারী রেজাউল করিম।
উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন সভাপতি হাসান আহমদ নাহিদ, সেক্রেটারি আবু জাকের গহরপুর জোন শাখা সভাপতি হাসান আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখা সেক্রেটারী সাদিক আহমদ প্রমুখ।