- ৫ জনকে হল থেকে বহিষ্কার : সমকামি সবাইকে স্থায়ী বহিষ্কারের দাবি প্রতিবাদীদের
কওমি কণ্ঠ ডেস্ক :
সমকামিতার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৫ ছাত্রকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সমকামিতার সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাদের হল থেকে বহিষ্কার করা হয়।
এদিকে, সমকামিদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
বহিষ্কৃত ছাত্ররা হলেন- রাসেল মিয়া, আব্দুল্লাহ আল মাসুদ, সৌরভ শিকদার, রায়হান আলী ও সারোয়ার জাহান সুমন।
তারা সবাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতেন।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নিম্নে উল্লেখিত ছাত্রদের সমকামিতার সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় যায়। উক্ত বিষয়টি সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হল।
শিক্ষার্থীরা জানান- ডুয়েটে সমকামিতা ছড়িয়ে গেছে। মাত্র ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু গত ৬ মাস ধরে ছাত্ররা তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। তাদের সমকামীর সংখ্যা প্রায় ৩০-৪০ জন। এদেরকে শুধু হল থেকে নয়, স্থায়ী বহিষ্কার করতে হবে। এসব সমকামীদের বিচার ও বহিষ্কারের দাবিতেই আজ বিক্ষোভ হয়েছে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস বলেন, ‘বিস্তারিত পরে জানাবো।’