সীমান্তে ভারতীয় মদ-পশু-পণ্য জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের দুদিনের অভিযানে প্রায় অর্ধলক্ষ টাকার চোরাই পথে আসা ভারতীয় মদ, পশু ও পণ্য জব্দ করা হয়েছে। 

১৯ বিজিবি জানায়, তাদের আওতাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি’র টহল টিম বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে সারিঘাট সীমান্ত এলাকার থেকে ভারতীয় ১০টি মহিষ জব্দ করে। এসবের মূল্য ২২ লাখ টাকা। 

এর আগের দিন (বুধবার) আরেকটি টহল টিম একই এলাকা থেকে ১২টি মহিষ জব্দ করে। এগুলোর দাম ২৪ লাখ টাকা। 

এছাড়া বৃহস্পতিবার ভোরে সুরাইঘাট এবং সোনারখেওর বিওপি’র পৃথক টহল টিম কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১৩৩ বোতল মদ এবং ভারতীয় দেড় হাজার কেজে চিনি জব্দ করে। এসবের মূল্য ৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।