আ. লীগ নিষিদ্ধ, সিলেট সতর্ক পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

গণদাবির পরিপ্রেক্ষিতে শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের বর্তান অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১২ মে) এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। 

নিষিদ্ধ করার পর সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে দলটি- এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এমন আশঙ্কা রয়েছে সিলেটেও। তবে এখানে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১১ মে) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসর অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে বলেন- পুলিশ প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করলেই তাদের প্রতিহত করা হবে। 

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বুধবার মধ্যরাতে দেশ ছাড়েন। এরপরই নতুন করে মাঠে নামে ছাত্র-জনতা। জোর দাবি উঠে আওয়ামী লীগ নিষিদ্ধের। আন্দোলনে নেতৃত্ব দেয় এনসিপি। গণদাবির মুখে শনিবার রাতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। 

এদিকে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরপরই সিলেটে আনন্দ মিছিল করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। শনিবার রাত পৌনে ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার বিকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং শনিবার বিকালে মহানগরের চৌহাট্টায় আওয়ামী নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।