কওমি কণ্ঠ রিপোর্টার :
অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত ৭ দিনে সিলেট মহানগর এলাকায় অর্ধশতজনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- মহানগরের মেজরটিলা পূর্ব ভাটপাড়ার আশরাব আলীর ছেলে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ কর্মী আমির আলী (৪৪), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা রায়বান এলাকার ভূপাল গ্রামের ইব্রাহীম আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৬) এবং একই থানার সিলাম ইউনিয়নের উলালমহল গ্রামের মৃত মো.সোনা মিয়ার ছেলে মো. কবির আহমেদ (৪৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- এ পর্যন্ত সিলেট মহানগর এলাকায় বিশেষ এই অভিযানে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা প্রায় সবাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
উল্লেখ্য, দেশের চলমান পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে গত ৯ ফেব্রুয়ারি রাত থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। তবে সিলেটে শুরু হয় পরদিন (রোববার) রাত থেকে।