মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমার কুচাই এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন আমহদ (২৪) গোলাপগঞ্জ উপজেলা পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় একই গ্রামের সাদেক আহমদের ছেলে শাওন আহমদ।

মোটরসাইকেল যোগে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ইমন আমহদ (২৪) নামের এক যুবক। আহত হয়েছেন আরো একজন। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে  দক্ষিণ সুরমার কুচাই পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান। 

পুলিশ জানায়, শুক্রবার সকালে ইমন ও তার কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হন। তারা দক্ষিণ সুরমার কুচাই পয়েন্ট এলাকায় পৌঁছামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা খায়। এসময় ইমন গুরুতর আহত হন। 

তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে শুক্রবার বিকেলে গোলাপগঞ্জর রণকেলী নূরপাড়া জামে মসজিদের ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়।