‘ইনফিনিটি’ ও ‘ফেবুলাস’র প্রতারণা, অর্থদণ্ড

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে কাপড়ের অভিযাত দুটি ব্র্যান্ড শপ ‘ইনফিনিটি’ ও ‘ফেবুলাস’-কে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা আড়াইটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কাস্টমারদের সঙ্গে প্রতারণার দায়ে এ দুটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৩০ করে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, সিলেট মহাগরের জিন্দাবাজারস্থ ‘ইনফিনিটি’ ও ‘ফেবুলাস’ শো-রুমে বিভিন্ন পোশাকে ম্যানুফ্যাকচারিং তারিখ না থাকা এবং বিদেশি পোশাক বিক্রির ক্ষেত্রে আমদানি রশিদ না থাকার দায়ে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা। 

অর্থদণ্ডের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। সিলেটের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।