কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :
হবিগঞ্জের বাহুবলে জামায়াতে ইসলামীর মহিলা শাখার এক সদস্য ও জামায়াত নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মিনারা বেগম উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী। তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের স্বামী জানান, তিনি জামায়াতের সাংগঠনিক বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফেরেন। এসে দেখেন ঘরের দরজা খোলা। এসময় ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ অর্ধেক বিছানায় ও অর্ধেক মাটিতে পড়ে আছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুৃল ইসলাম জানান, খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও ইউএনও গিয়াস উদ্দীনসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষযে তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকারীদের ধরার চেষ্টা করা হচ্ছে।