সীমান্তে সোয়া কোটি টাকার চোরাই পশু-পণ্য জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার চোরাই পণ্য ও পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ও রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে এসব মালামাল জব্দ করে। 

 এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট, তামাবিল বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানণ ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, ফেসওয়াস, ক্যান্ডি ও বিড়ি আটক করে। 

জব্দকৃত পশু ও পণ্যের মূল্য ১ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ১৫০ টাকা।