সিলেটে জমিয়তের মিছিল-সমাবেশ

  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবি

সিলেটে অব্যাহত যানজট, সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার বাদ আসর সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মহানগরীর সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীতে পরিকল্পিতভাবে যানজট তৈরি করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী এর সাথে জড়িত রয়েছেন।

নেতৃবৃন্দ হুঁশিয়ার করে বলেন, ৫ জুলাই থেকে সাতটা দিন ছাত্ররা দেশকে নিয়ন্ত্রিত রাখতে পারলে এখন কেন চুরি ডাকাতি হাইজ্যাক ছিনতাই এর মতো গুরুতর অপরাধ বেড়েই চলছে।

সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, দক্ষিণ জেলা জমিয়তের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুক্তার আহমদ, সৈয়দ মোসাদ্দিক আহমদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা আহমদ সগির আমিন,আলহাজ্ব জুবের আল মাহমুদ, মাওলানা হোসাইন আহমদ ,মাওলানা আমিনুদ্দিন আব্দুল হালিম সাতবাকী, মাওলানা আব্দুল মতিন চৌধুরী, মাওলানা আখতারুজ্জামান,মুফতি জাকারিয়া মাহমুদ,মাওলানা হাসান আহমদ,মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, রেজাউল হক প্রমুখ।