আবারও আই.এ.বি’র আমির মুফতি রেজাউল করীম

  • ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

কওমি কণ্ঠ রিপোর্টার : চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁকে আমির করে দ্বিবার্ষিক শুরা অধিবেশনে ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার (১১ ডিসেম্বর)।

কমিটির নায়েবে আমির হলেন- মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ।

মহাসচিব হলেন- অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ শেখ। তিনি এর আগেও দুই মেয়াদে মহাসচিব ছিলেন।

যুগ্ম-মহাসচিব হলেন- মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহা. আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান।  

মূল সাংগঠনিক সম্পাদক হলেন- মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এছাড়া ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসেন সাকী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল মুহাম্মদ ইকবাল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল. এল. বি.), রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সেলিম মাহমুদ ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-আমিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, মহিলা ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মনির হোসেন, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মুহাম্মদ জান্নাতুল ইসলাম, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক, আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসীকল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আবুল কাশেম, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মুহাম্মদ নাসির উদ্দিন, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী।

সদস্যরা হলেন- আমিনুল ইসলাম, মুফতি রেজাউল করীম আববার, শাহ ইফতেখার তারিখ, মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ডা. শহিদুল ইসলাম ও মুফতি মোস্তফা কামাল।