ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সং ঘ র্ষ

কওমি কণ্ঠ ডেস্ক :

সুনামগঞ্জের দিরাইয়ে ফেসবুকে লেখালেখি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের সরালিতোপা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সরালিতোপা গ্রামের আব্দুল আলীর সঙ্গে সুরুজ মিয়ার বিরোধ চলছিল। মাস কয়েক আগে সুরুজের পক্ষের এক প্রবাসী নারীকে নিয়ে ফেসবুকে লেখালেখি করেন আলীর পক্ষের লোকজন। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিলে গ্রামবাসীর অনুরোধে শান্ত থাকে দুই পক্ষ। কিন্তু সেই জের ধরে আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

দিরাই থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।