সিলেট বিভাগীয় ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়নের সভা

সিলেট বিভাগীয় ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়ন (রেজিং নং-২১৭৪)-এর উদ্যোগে এক নির্বাচনী সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী শাহজাহান ভূইয়া।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক আব্দুস সাব্বির ভূইয়া।

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের দপ্তর প্রদান সহকারি রকিব হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ট্যাঙ্কলরী মালিক সমিতির অন্যতম সদস্য সাহেদ আহমদ, জোবায়ের আহমদ খোকন, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ইউনুস মিয়া, বাবলা আহমদ তালুকদার, নবী হোসেন, আলা উদ্দিন, সানোয়ার আলী।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল আজিজ।

বার্ষিক হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক ইকবাল হোসেন। নির্বাচনী সভায় মূল কার্যক্রমের লক্ষ্য নির্বাচন বাস্তবায়নে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন উপ পরিষদ গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে ফারুক আহমদকে প্রধান নির্বাচন কমিশনার ও মোঃ কাপ্তান মিয়াকে নির্বাচন কমিশন সচিব করে সহকারি কমিশনার যথাক্রমে আইয়ুব আলী, জসিম উদ্দিন ও মনির হোসেনকে উপ পরিষদের দায়িত্ব প্রদান করা হয়।

উক্ত নির্বাচন কমিশন আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসাতুল মদিনার শিক্ষার্থী রফিউল হাসান রাফি ও নাতে মোস্তফা পরিবেশন করেন মোফাজ্জল হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ সভাপতি কাওছার আহমদ, সহ সাধারন সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল, দপ্তর সম্পাদক রোমান হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, মেম্বার ইমান আলী ও আলমগীর প্রমুখ।