- শোক ও সমবেদনা প্রকাশ
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরীর বাবা আব্দুল হান্নান চৌধুরী আর নেই। শুক্রবার দিবাগত (১ মার্চ) রাত ১টা ১০ মিনিটের সময় সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
মহানগরের আম্বরখানা আবাসিক এলাকার ১০০ নং বাসার বাসিন্দা আব্দুল হান্নান চৌধুরী রোটারি ক্লাব অব সিলেটের সাবেক প্রেসিডেন্ট, সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পরিষদ সদস্য, সিলেট ডায়াবেটিক সমিতির সম্মানিত সদস্য ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর প্রথম শ্রেণির কন্ট্রাক্টর ছিলেন।
শনিবার বাদ যোহর সিলেট শাহজালাল রাহ. দরগাহ মসজিদে জানাযার নামাজ শেষে মাজার সংলগ্ন কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক :
সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরীর বাবা আব্দুল হান্নান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।