‘ইসলাম দ্বারাই নারীর প্রতি সহিংসতা রোধ সম্ভব’

কওমি কণ্ঠ ডেস্ক :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কুরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব।

শনিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে ময়মনসিংহ যুব সমিতি ঢাকা আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এক শ্রেণির লোক নারীর প্রতি সহিংস আচরণ করছে। তারা হয়ত জানে না পবিত্র কুরআন নাজিল হয়েছে একজন নারীর আর্তনাদের কারণেই। তিনি নারীর প্রতি সকল ধরনের সহিংস আচরণ পরিহার করার অনুরোধ জানান।

কুরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, পুরুষ ও নারী একই স্থান হতে উৎসারিত। পবিত্র কুরআনে নারীকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। হাদিস শরীফে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বর্ণিত হয়েছে।

তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, কুরআনের অনুশীলন, অনুধাবন ও আহকামের প্রতি মনোযোগী হলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব। তিনি বৈষম্যহীন রাষ্ট্রে আগামীর দিনগুলো সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

(নিউজ পাবলিশার : ছনি জান্নাত )