কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুর থেকে ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল এবং ১৪টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
তাদের একটি টিম মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে জৈন্তাপুর ইউনিয়নের কাটাগাং এলাকার একটি টিনের ঘরের ভেতর থেকে এসব বিস্ফোরকের ‘কাঁচামাল’ উদ্ধার করে।
তবে এসময় কাউকে আটক করা যায়নি।
এসব তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান- উদ্ধারকৃত এসব জেল এবং নন ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এসব নাশকতার কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরে এসব জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।