কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ইমাম ও একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ লাখাই সড়কের রিচি এলাকায় পিকআপের ধাক্কায় টমটমের যাত্রী দক্ষিণ মোহনপুর জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী সেলিম আহমেদ নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিচি এলাকায় পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে ইমাম হাফেজ ক্বারী সেলিম আহমেদের মৃত্যু হয়।
আহত তিনজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার মিরপুর টু মহাশয়ের বাজার রেললাইন ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক্টর উল্টে চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের ট্রাক্টর চালক আবিদ আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।