বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) রাষ্ট্রপতি ও দেশের বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।
সিলেটের কৃতী ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম চৌধুরী গৌরবজনক এ পদে আসীন হওয়ায় স্থানীয় শিক্ষামহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সচেতন মহলের বক্তব্য- তিনি তাঁর অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের যৌক্তিক সুযোগ-সুবিধা প্রদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।