‘সবাই বিএনপির দিকেই তাকিয়ে আছেন’

কওমি কণ্ঠ ডেস্ক :


মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ অনেক কিছু ধ্বংস করে গেছে। এদেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিয়ে গেছে। এখন মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে।’

কুমিল্লা বিভাগে‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি এ কর্মশালা আয়োজন করে। 

তারেক বলেন, ‘আমার বাবা শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমান ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন। ভাই আরাফাত রহমান কোকো শহীদ হয়েছেন। মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন। আমার মতো এমন অনেকেই আছেন, যারা নির্যাতিত। যাদের বাবা, মা, ভাই ও বোন মারা গেছে।’ 

তিনি আরও বলেন, ‘মানুষের অধিকার ফেরাতে আমার-আপনার সহকর্মীরাই জীবন দিয়েছে। আরও মানুষও জীবন দিয়েছে, কিন্তু আমাদের শহীদের সংখ্যা বেশি। আমাদের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন। রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করলে দেখা যাবে, আমাদের সংখ্যাটা সবচেয়ে বেশি। আমরা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চাই।’

তারেক রহমান বলেন, ‘কাজেই যে দলটি এত অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে, যে দলের এত এত মানুষ গুম-খুন হয়েছে, শহীদ হয়েছে, ষাট লাখেরে মতো মানুষ গায়েবি মামলার শিকার হয়েছে। সেই দলটির কাছেই মানুষের প্রত্যাশাটা বেশি। সে দলটির উচিত মানুষের প্রত্যাশা পূরণে কাজ করা। নিজেকে সেরকম প্রস্তুত করা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শুধু নিজের কথা ভাবলে চলবে না। দেশ ও মানুষের কথাও ভাবতে হবে। নিজের যতটুকু প্রয়োজন, আমরা ততটুকুই করি, বাকিটুকু আমরা যেন দেশ ও মানুষের জন্য ব্যয় করি।’