কওমি কণ্ঠ রিপোর্টার :
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত ‘জোট’র প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (১২ জানুয়ারি) উবায়দুল্লাহ বরাবরে এ শোকজপত্র প্রদান করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান।
শোকজে উল্লেখ- সোমবা (১২ জানুয়ারি) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলাসদরের সোনার বাংলা সেন্টারে সিলেট-৫ আসনের প্রার্থী মাও. উবায়দুল্লাহ-এর উপস্থিতিতে শতাধিক নেতা-কর্মী ও সমর্থক নির্বাচনি প্রচারণা চালান। এটি নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন বিধায় জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব থেকে বিরত থাকতে বলেন। কিন্তু এসময় মাও. উবায়দুল্লাহ-এর কর্মী-সমর্থকরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অশ্লীল স্লোগান দেন।
উদ্ভূত পরিস্থিতিতে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে মঞ্চে থাকা কয়েকজন নেতা- বিশেষ করে যুবদল নেতা সিদ্দিকুর রহমান পাপলু অশালীন আচরণ করেন। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা নেতৃবৃন্দকে অনুষ্ঠান দ্রুত শেষ করার অনুরোধ জানানোর পরেও তারা নির্বাচনি প্রচারণা চলমান রাখেন এবং মাওলানা উবায়দুল্লাহ-এর পক্ষে ভোট প্রার্থনা করেন।
রিটার্নিং অফিসারের অনুমতি ব্যতীত এ অনুষ্ঠান আয়োজন, তাঁর অনুরোধ এবং আইন ও বিধির তোয়াক্কা না করে নির্বাচনি প্রচারণা চলমান রাখার মতো আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘণের কারণে কেন উবায়দুল্লাহ-এর প্রার্থিতা বাতিলের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।