লাইলাতুল কদরে মসজিদে মসজিদে ইবাদত-কান্না

কওমি কণ্ঠ রিপোর্টার :

সারা দেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। বিশেষ এই রাতকে কেন্দ্র করে সিলেটের হযরত শাহজালাল (রহ) দরগাহসহ প্রধ্ন প্রধান মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। 

এছাড়াও লাইলাতুল কদর ও জুমাতুল বিদার রাত একই দিনে হওয়ায় ধর্মপ্রাণ মুসল্লীরা গুনাহ মাফ করার জন্য ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।  

বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে পবিত্র জুমাতুল বিদার রাতে খতমে তারাবির নামাজ শেষে বিশেষ ইবাদত ও মোনাজাত হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পাঠ করা হয় যেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি, শান্তি, স্থিতিশীলতা, এবং রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা সমাধানের জন্যও আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়।

জুমাতুল বিদা, পবিত্র রমজানের শেষ শুক্রবার, সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক বিশেষ দিন। এ দিনটি তারা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটানোর চেষ্টা করেন, বিশেষ করে রাতের বেলায় বরকতময় রজনীর সন্ধানে মসজিদে দীর্ঘ সময় অতিবাহিত করেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ইফতারের পর থেকে সিলেটের প্রধান মসজিদগুলোতে, বিশেষ করে হজরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ, হজরত শাহ পরান (র.) মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তারা নফল নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া-ইস্তেগফার ও জিকিরে মশগুল রয়েছেন।

এই রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত ও মাগফিরাত লাভ করা যায়। তাই, সিলেটের ধর্মপ্রাণ মানুষজন ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে ইবাদতে মশগুল থাকেন, বিশেষত লাইলাতুল কদরের সন্ধানেও মনোযোগী হন।