জৈন্তাপুরে গু লি তে একজন নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গুলিতে এক যুবক নিহত হওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল গ্রামে চোরাকারবারিদের পিকআপ ধাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত আলমাছ মিয়া নয়াখেল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

জানা গেছে, বুধবার সকালে ওই স্থানে চোরাকারবারিদের একটি গাড়ি নয়াখেল রাস্তার বাঁকে পৌঁছলে  গুলি ছোঁড়া হয়। এসময় রাস্তার পাশে শিম ক্ষেতে কাজ করতে থাকা আলমাস মিয়া গুলিবিদ্ধ হন।

তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান- সকালে সুরইঘাট সীমান্তে চোরাকারবারিরা বিজিবির এক সদস্যকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা। নয়াখেল গ্রামে তাদের গাড়ি আটক করতে বিজিবি গুলি ছুঁড়ে। তবে ওই ব্যক্তি কার গুলিতে নিহত হয়েছে এবং তিনি  কি না খতিয়ে দেখছে বিজিবি।

এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিকাল ৪টার দিকে কওমি কণ্ঠকে বলেন- আমরা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। এখানে লাশের সুরতহাল হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রথামিকভাবে আমরা দেখতে পাচ্ছি, গুলিতেই এই যুবক মারা গেছেন।