ওসমানী বিমানবন্দরে ফ্রি ফোন ও ওয়াই-ফাই সেবা চালু

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ হলো। এখন থেকে যাত্রীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন টেলিফোন ও ওয়াই-ফাই সেবা। জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে এবং বিটিসিএলসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় এই সেবা চালু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।

এ সময় তিনি জানান, এখন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল হল ব্যবহারকারী যাত্রীরা বিনা খরচেই টেলিফোন ও ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আজ থেকে অ্যারাইভাল এরিয়ায় ইন্টারনেট ও টেলিফোন সেবা চালু হলেও আগামী তিন দিনের মধ্যে পুরো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টারনেট সেবা চালু হবে।

এই সেবা চালুর ক্ষেত্রে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।


(মূল রিপোর্ট : ঢাকা পোস্ট)