কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল কুরআন-এ মতবিনিময় করেছেন দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি জামিয়া দারুল কুরআন’র মুহতামিম মাওলানা জাহিদ হাসান, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতিবিনিময় করেন।
এসময় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সবার কাছে দোয়া ও পরামর্শ চান।
পরে জামিয়া পরিদর্শন ও দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আজিজুর রহমান (মলিক মিয়া) রাহ.-এর কবর জিয়ারত করেন তিনি।