ওসমানীনগরে ট্রাকের নিচে প্রাইভেট কার

কওমি কণ্ঠ রিপোর্টার : 

 

সিলেটের ওসমানীনগরে ট্রাকচাপায় প্রাইভেট কারচালক গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন কারের এক যাত্রীও। বুধবার (৭ মে) সকাল ৭টার দিকে ওসমানীগর উপজেলার দক্ষিণ তাজপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। 

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। 

ওসমনাীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া কওমি কণ্ঠকে বলেন- ঢাকাগামী একটি ট্রাক সিলেটগামী প্রাইভেট কারকে চাপা দেয়। এতে কারচালক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আহত হয়েছেন কারের এক যাত্রীও। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ টিম তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।