কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জে মাতলামি করতে বাধা দেয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাতাল যুবকের ছুরিকাঘাতে মো. আল মোবিন (৫৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছে।
শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। নিহত মোবিন একই মহল্লার শামছুল হকের ছেলে। তিনি একসময় শহরের পূর্ব তেঘরিয়ার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন হয় পরিবার সহ তারা নতুনপাড়ায় বসবাস করছেন। ঘটনার পর খুনী হৃদয় বণিক (৩০)কে তার নিজ বাড়ী থেকে আটক করেছে পুলিশ। সে মহল্লার রবি বণিকের ছেলে।
স্থানীয়রা জানান, বখাটে হৃদয় বণিক মাদকাসক্ত। নেশা করে এলাকায় গালিগালাজ অসামাজিক কাজ প্রতিদিনই করতো। মোবিনের বাড়ীর পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে বসে হৃদয় বণিকসহ কয়েক তরুণ নেশা করতো। মঙ্গলবার বিকেলে ওখানে হৃদয় বণিক একাই গিয়েছিল। তাকে মাতলামি করতে দেখে মোবিন এগিয়ে গিয়ে বলেন, ‘তোমরা এখানে এসব কর, আমরাতো পরিবার নিয়ে থাকি।’ এ নিয়ে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় মোবিনকে ছুরিকাঘাতে করে। আহত মোবিন বালুর স্তুপে পড়ে গেলে হৃদয় আরও কয়েকবার তাকে ছুরিকাঘাত করতে থাকে। এসময় আশপাশে খেলতে থাকা কয়েক শিশু এই ঘটনা দেখতে পেয়ে মোবিনের পরিবারের লোকজনকে জানায়। আশপাশের লোকজন মোবিনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক দেখে ডাক্তাররা সিলেটের ওসমানী মেডিকেলে নিয়ে যাবার পরামর্শ দেন। ওখানে নিয়ে যাবার সময় পথেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর ঘাতক হৃদয় কে পুলিশ তার বাড়ী থেকে গ্রেপ্তার করে।
মোবিনের শ্যালক সুয়েব আহমদ বললেন, আমার বোনের জামাইয়ের সঙ্গে মহল্লার সকলের ভালো সম্পর্ক, এভাবে একটি মর্মস্পর্শি ঘটনায় আমরা একেবারে হতবাক হয়েছি।
সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম জানান, ছুরিকাঘাতকারী তরুণকে আটক করা হয়েছে। নতুনপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা আছে।
(রিপোর্টার : মো. আব্দুল হালিম)
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    