কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন।
২০২১ সালের ২১ মার্চ খুনের ঘটনাটি ঘটেছিলো। খুন হওয়া এহতেশামুল হক শাহিন গোলাপগঞ্জের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি ছিলেন।
রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে। রায়ে এ আদেশের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আসামিদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।
অপরদিকে, এই মামলার জামিনে থাকা আসামি গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজেদুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, শাহিন ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেট ফিরে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ওই বছরের ২৩ মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২ মে র্যাব-৯ সদস্যরা ৪ জনকে গ্রেফতার করে।
মামলার সব প্রক্রিয়া শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।