বন্দরবাজার থেকে ৬ ডা-কা-ত গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের বন্দরবাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে ফাঁড়ির পুলিশ।

রবিবার (১১ মে) বিকাল ৩টার দিকে বন্দরবাজারের গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. নাজিম উদ্দিন (২৭), সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার শাহজান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর এলাকার শামীম মিয়ার ছেলে রাজু মিয়া (২১), সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), সিলেটের কোতোয়ালী বেতের বাজার এলাকার কালাই মিয়া স্বপন আহমদ (২৫) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর নান্দিনা এলাকার আব্দুস সালামের ছেলে সাগর মিয়া (৩০)।
 
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- রোববার বিকালে বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনির বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে ১২/১৫ জন ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। তবে এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ৭/৮ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়। 

অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ৪টি চাকু, ১টি রামদা ও ১টি ছুরি জব্দ করে পুলিশ। 

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।