কওমি কণ্ঠ রিপোর্টার :
যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মশাহিদ হোসাইন বলেছেন- স্বৈরশাসক শেখ হাসিনার জন্য আমি দীর্ঘ ১০ বছর দেশে আসতে পারিনি। আমার মতো অনেক নেতাকর্মী নাড়ির দুর্বার টান থাকা সত্ত্বেও দেশের মাটিতে পা ফেলতে পারেননি, প্রিয়জনের জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারেননি হাসিনা সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে। মামলা-হামলায় জর্জরিত হয়ে একরকম নির্বাসিত জীবন কাটাতে হয়েছে দূর-দেশে। কিন্তু জাতীয়তাবাদী শক্তির দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে চব্বিশের ৫ আগস্ট জালিম সরকার তার দল-বল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন- এখন ফ্যাসিবাদি দল আওয়ামী লীগ নেই। এবার বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ৩১ দফা বাস্তবায়নে দেশ ও দেশের মানুষের শান্তি এবং স্বনির্ভরতা প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার হাতিয়ার। বিএনপির ভাইস চেয়ারম্যানের নির্দেশে আমিও এবার দেশে এসেছি, আমার এলাকার মানুষের সুখে-দু:খে সরাসরি সম্পৃক্ত থাকতে চাই। ইনশা আল্লাহ, আমরা সবাই ঐকব্যদ্ধ হয়ে কাজ করলে এই ৩১ দফার বাস্তবায়ন সহজভাবেই সম্ভব।
রোববার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাত্কি বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা প্রদান এবং পরে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মশাহিদ হোসেন।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র এই নেতা রোববার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এয়ারপোর্টে এসে পৌঁছেন। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান দক্ষিণ সুরমার লালাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিশাল শোডাউন করে তাকে লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিলা মিয়ার (মেম্বার)-এর সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা আবু সাঈদ হিরনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু ও প্রধান বক্তার বক্তব্য বক্তব্য রাখেন সিলেটের ডাক-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান শিফতা, সহ-সাধারণ সম্পাদক ও লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য নজরুল ইসলাম মনির, কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী কায়েছ চৌধুরী, কমিউনিটি নেতা ও লালাবাজার ল্যান্ড মার্ক টাওয়ারের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল আহাদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম, সাবেক যুবদল নেতা কামাল আহমদ এবং বিশিষ্ট মুরুব্বি আসাব আলী ও সাজ্জাদ মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলা উদ্দিন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেবুল মিয়া, উপজেলা যুবদল নেতা জুয়েল আহমদ, ইউনিয়ন যুবদল নেতা বদরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ফাহিম আহমদ ও মোহন আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা মোহাইমিন মিয়াসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্য নেতাকর্মী।
পরে নাজিরবাজার দারুল কুরআন মাদরাসার স্বনামধন্য মুহতামিম মাওলানা জাহিদ হাসানের মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাদরাসার ছাত্র ইমরান আহমদ।