বিশ্বনাথে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কওমি কণ্ঠ ডেস্ক :

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্যের সভাপতিত্বে ও পরিবার কল্যাণ সহকারী শিরিয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ননী গোপাল, এফআইডিবি প্রতিনিধি বিনয় ভুষন ভুষন চক্রবর্তি। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. ফাহিমা আকতার। শুরুতেই পবিত্র কোরআন থেকে পরিদর্শক জাহির হোসেন ও পবিত্র গীতাপাঠ করেন পরিদর্শক নীলিমা দাশ।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ লামাকজি ইউনিয়ন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আইভি ধর, শ্রেষ্ট ভিজিটর সুলতানা বেগমকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।