কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পূর্বের আদেশ অনুযায়ী আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ায় মঙ্গলবার (১৫ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছেন।
বুধবার (১৬ জুলাই) থেকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ১০ নার্সিং কলেজের পরীক্ষা হওয়ার কথা ছিল।
আদালতে আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সেলিম হাসান।
তিনি জানান- এ নার্সিং কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে না দেওয়ায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট। এর আগে গত ২০শে মে হাইকোর্ট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ সমুদয় প্রস্তুতি সম্পন্ন করে তাদের পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিলো। কিন্তু সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ করে ফেলেন। পরীক্ষার শিডিউল অনুযায়ী আগামীকাল (বুধবার) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। আমরা আদালতে বিষয়টি তুলে ধরি। আদালত বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।
জানা গেছে, আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের ২০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন এবং পরীক্ষা নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ গত এক বছর সরকারি বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছেন। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া মিলেনি। বরং দফায় দফায় চিঠি চালাচালিতে সময়ক্ষেপণ হয়েছে। উপায়ান্তর না দেখে কলেজ কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হয়।
পরবর্তীতে গত মে মাসে হাইকোর্ট বিষয়টির যৌক্তিক সমাধানে অর্থাৎ ভুক্তভোগী শিক্ষার্থীদের জরুরিভিত্তিতে রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে নির্দেশ নেন। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারির রেজিস্ট্রার এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যাট রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শককে হাইকোর্টের ওই আদেশ তামিল করার কথা বলা হয়। কিন্তু আদালতের সেই আদেশ বাস্তবায়ন না করেই বুধবার পরীক্ষা নেয়ার ঘোষণা দেওয়া হয়েছিলো।