কওমি কণ্ঠ রিপোর্টার, জকিগঞ্জ (সিলেট) :
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলে বাস গাড়ীর ধাক্কায় এক শিক্ষিকা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছোট ভাই।
ঘটনাটি মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের থানাবাজার এলাকায় ঘটেছে। নিহত শিক্ষিকা তাসনিয়া পারভীন জুই (২৭) ও আহত বিজিবি সদস্য ইমদাদুল হক ইমন (২৪) জকিগঞ্জ সদর ইউপির লালোগ্রামের অব. বিজিবি কমান্ডার আমিনুল হক বাচ্চুর ছেলে-মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জকিগঞ্জ ক্যাডেটহোম স্কুলের সহকারী শিক্ষিকা তাসনিয়া পারভীন জুই স্কুল ছুটি শেষে ছোট ভাই ইমনের সঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে থানা বাজার এলাকায় পৌঁছার পর সিলেট থেকে ছেড়ে আসা গেইটলক বাস (সিলেট ব- ১১০০৩৩) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কেই শিক্ষিকা তাসনিয়া পারভীন জুই মারা যান এবং মুমূর্ষুবস্থায় তার ছোট ভাই বিজিবি সদস্য ইমদাদুল হক ইমনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জব্দ করেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য নিহত শিক্ষিকার পরিবার থেকে আবেদন পাওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(রিপোর্টার : এনামুল হক মুন্না)