সিলেটে ২ কিলোমিটার ডিভাইডারের গ্রিল গায়েব!

কওমি কণ্ঠ রিপোর্টার :

সৌন্দর্য্যবর্ধনের জন্য ২০২১ সালের শুরুতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট মহানগরের প্রাণকেন্দ্র বন্দর, জিন্দাবাজার ও চৌহাট্টায় সড়কের ডিভাইডারে (বিভাজক) কারুকাজ করা লোহার গ্রিল স্থাপন করেন। পরবর্তীতে সে গ্রিল আম্বরখানা হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে স্থাপন করা হয়। 

কিন্তু সম্প্রতি মহানগরের মদিনা মার্কেট থেকে আখালিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের ডিভাইডারের গ্রিলের অনেক অংশ চুরি হয়ে গেছে। চুরির বিষয়টি অবগত হওয়ার পর সিসিকের পক্ষ থেকেও খুলে নেওয়া হচ্ছে এসব গ্রিল। পুরোপুরি খুলে নেওয়ার পর ডিভাইডারে ফুল গাছ রোপণের পরিকল্পনা রয়েছে সিসিক কর্তৃপক্ষের।  

সম্প্রতি মদিনা মার্কেট ও আখালিয়া এলাকা ঘুরে দেখা যায়, ওই এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ডিভাইডারে স্থাপিত কারুকাজ করা গ্রিল অনেক স্থানে। স্থানীয়রা জানান- রাতের আধাঁরে কে বা কারা এসব গ্রিল চুরি করে নিয়ে গেছে। তবে অবশিষ্ট অংশগুলো দিনের বেলা সিসিকের লোকজন খুলে নিয়ে যাচ্ছে। অনেক অংশ এখনো রয়ে গেছে। দ্রুত খুলে না নিলে এগুলোও চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, চোরেরা বিভিন্ন স্থানে গ্রিল কেটে নেওয়ার ফলে লোহার ধারালো অংশ বের হয়ে রয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

সিসিক’র প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর সোমবার (৬ অক্টোবর) বিকালে কওমি কণ্ঠকে বলেন- বিষয়টি আমরা অবগত। আমরা জানতে পারার পর সিসিকের পক্ষ থেকে সৌন্দর্য্যবর্ধনের এই গ্রিল খুলে নিয়ে আসা হচ্ছে। কারণ- ওই এলাকায় আসলে গ্রিল রাখা যাবে না। রাতে এলাকাটি প্রায় জনমানবহীন হয় পড়ে। ফলে চোরেরা সুযোগ পায় এবং গ্রিল কেটে নিয়ে যায়। তাই ওই জায়গায় আর গ্রিল বসানো হবে না, লাগানো হবে ফুলের গাছ।

তিনি জানান- চুরির বিষয়টি ধরা পড়ার পর সিসিকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় এবং কয়েকজনকে আটকও করা হয়।